ঘরের ভিতর খেলছিল জুয়া, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৯:৪১
ঘরের ভিতর খেলছিল জুয়া, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীর নয়ারহাটে বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে এক ইউপি সদস্য সহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢুষমারা থানা পুলিশ।


রবিবার (৩ আগস্ট) রাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। স এসব তথ্য নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ওসি মতিয়ার রহমান।


গ্রেপ্তাররা হলেন, নয়ারহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), মোঃ আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আঃ মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০),মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭), ও সুমন (২৬)। সকলেই ঢুষমারা থানার বাসিন্দা।


পুলিশ জানায়, গেলরাতে চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিন খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়ির একটি ঘরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করে।


ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তার আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ সুপার স্যারের নির্দেশনায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।


বিবার্তা/রাফি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com