
পৃথক পৃথক অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় চার আসাসিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যাম্প সদস্যরা।
রবিবার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এতথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার।
এরআগে গ্রেফতারকৃত চারজনকে গত শনিবার দিনগত রাত বিভিন্ন সময়ে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, রাত ১০টার দিকে মো. কালামকে (৪৫) পৌরশহরের রেল স্টেশন মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি গত বছরের ১২ সেপ্টেম্বর দায়ের করা বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি। মাহাতাবকে (৫৫) পৌরশহরের মনিপুরীঘাট এলাকা গ্রেফতার করা হয়। তিনি গত বছরের ১৬ অক্টোবর বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি। তাজুল ইসলাম শায়েস্তাকে (৩৫) সদর থানাধীন পুরাতন বৌলাই বাজার এলাকা এবং মো. সাইফুল রেজা রোমেলকে (৩৫) আজিমের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা দুজনে গত বছরের ৭ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে দায়ের করা মামলা এজাহারনামী আসামি।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]