
আন্তঃজেলা রুট পারমিট ও আরটিসির অনুমোদন ব্যতিত বাস জেলার বিভিন্ন উপজেলায় চলাচল বন্ধ ও সিএনজির রেজিষ্ট্রেশন পাওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিকশা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন।
বুধবার (৩০ জুলাই) সকালে শরীয়তপুর সার্কিট হাউজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচীর নেতৃত্বে ছিলেন, শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হেমায়েত হোসেন লাভলু খান, সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী, সাংগঠনিক সম্পাদক রোকন সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, কার্যকরী সভাপতি সরদার একেএম চান মিয়া, সহ-সভাপতি বিএম হারুন অর রশিদ, সহ-সভাপতি নুর মোহাম্মদ খান, দপ্তর সম্পাদক আলী আহমেদ প্রমূখ।
এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও জেলার সকল সিএনজি ও অটোরিকশা চালকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন ৭দিনের মধ্যে দাবি না মানা হলে পরবর্তীতে কঠিন কর্মসূচি দেয়া হবে।
বিবার্তা/আকন্দ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]