
উত্তরায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পুরাতন বাসষ্ট্যান্ড জামে মসজিদে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের বিদেহী আতœার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করে এ কর্মসূচি পালন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫(সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল,সদর উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর,সাধারণ সম্পাদক আব্দুর রৌফ,জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণ জরুরী এবং নিহতদের প্রতি সর্বোচ্চ সম্মান ও সহমর্মিতা দেখানো সকলের কর্তব্য। মিলাদ ও দোয়া মাহফিলে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মনোয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]