
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইসলামের ইতিহাস শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত সোমবার (২১ জুলাই) ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রী অভিযুক্ত শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়ত। প্রতিদিনের মতো গত সোমবার ভোরে ওই ছাত্রী প্রাইভেট পড়তে গেলে শিক্ষক আবু হানিফ মোল্লা তাকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে ধর্ষণ করে। ছাত্রীটি এই ঘটনা তার পরিবারকে জানালে তাৎক্ষণিকভাবে তার পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত আবু হানিফ মোল্লা উপজেলার উত্তরপাড়া গ্রামের হামেদ মোল্লার ছেলে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। সে প্রতিদিন সকাল ৮টায় শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়তে যেত। ঘটনার দিন আবু হানিফ তার মেয়েকে সকাল ৭টায় প্রাইভেট পড়তে যেতে বলে। সকাল ৭টায় তার মেয়ে প্রাইভেট পড়তে গেলে অভিযুক্ত আবু হানিফ তাকে একা পেয়ে ধর্ষণ করে। এই ঘটনা জানার পর তিনি থানায় মামলা করেন। তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়ের করার পর আবু হানিফ মোল্লা বিভিন্ন লোকের মাধ্যমে তাকে হুমকি দিচ্ছেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল জানিয়েছেন, শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/শান্ত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]