টুঙ্গিপাড়ায় ইউনাইটেড পারপাসের অফিসে চুরি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০১:৩৮
টুঙ্গিপাড়ায় ইউনাইটেড পারপাসের অফিসে চুরি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনাইটেড পারপাস বাংলাদেশ শাখায় বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৯ জুলাই) রাত ১০টার পর থেকে রোববার (২০ জুলাই) সকাল ৯টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


ইউনাইটেড পারপাসের প্রজেক্ট অফিসার আনোয়ারা বেগম আরজু জানান, “শনিবার রাত দশটার পরে আমরা অফিসে তালা দিয়ে বের হয়ে যাই। রোববার সকাল ৯টার দিকে অফিসে এসে দেখি দুই নম্বর গেট খোলা এবং ভিতরের সমস্ত মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। অফিসের সব ড্রয়ারের লক ভাঙ্গা ছিল।”


চোরেরা ইউনাইটেড পারপাস পরিচালিত ‘নারীঝুড়ি’ আউটলেট থেকে দুটি ল্যাপটপ, চার্জার, একটি ট্যাব, অনু, রাউটার এবং বেশ কিছু মুদি মালামাল নিয়ে গেছে বলে জানান তিনি।


সহকারী প্রকল্প কর্মকর্তা রবিউল ইসলাম জানান, “আমাদের আনুমানিক ২ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু নথিও নিয়ে গেছে দুর্বৃত্তরা।”


এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউনাইটেড পারপাস কর্মকর্তারা।


টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।


বিবার্তা/শান্ত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com