কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ২১:০৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কে ঘুন্টিঘর নামক স্থানে অটোরিক্সা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।


১৩ জুলাই, রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরোও চারজন আহত হয়ে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।


নিহতদের মধ্যে অটোরিক্সা চালক ও একজন নারী যাত্রী। অটোরিক্সা চালক পা্ইকারছড়া ইউনিয়নের বানু মিয়া। তবে নিহত নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।


পুলিশ ও স্থানীয়রা জানান,ড্রাম ট্রাকটি ভূরুঙ্গামারী থেকে স্থলবন্দরের দিকে যাচ্ছিল। এসময় অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটো রিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নারী যাত্রীর মুত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে অটোরিক্সাচালক মারা যায়। এসময় অক্ষতাবস্থায় দুই মাস বয়সী একটি বাচ্চাকে উদ্ধার করে স্থানীয়রা।


স্থানীয়দের অভিযোগ কুড়িগ্রাম টু সোনাহাট স্থলবন্দর পর্যন্ত ৫০ কিলোমিটার সড়কের দুপাশে নেই গাছপালা। এই তাপদাহে সড়কটি গরম হয়ে যানবাহনের চাকা ক্ষতি করছে। এছাড়াও বন্দর হতে আসা ট্রাক গুলো প্রায় সময় হেলপার বা অদক্ষ চালক দ্বারা চালানোর কারণে হরহামেশাই দূর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে।


ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এসএম আবু সায়েম জানান, সড়ক দূর্ঘটনায় এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন। অটো চালককে মৃত্য অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে। চারজন আহত অবস্থায় ভর্তি রয়েছে।


ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহামুদ জানান, ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হবে।


বিবার্তা/বিপ্লব/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com