ভারতে মানব পাচারকালে দুই পাচারকারীসহ আটক ৫
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৩:২৩
ভারতে মানব পাচারকালে দুই পাচারকারীসহ আটক ৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অবৈধভাবে ভারতে মানব পাচারকালে ২ পাচারকারীসহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।


মঙ্গলবার (৮ জুলাই) সুলতানপুর বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন বিজিবির টহল দল, সীমান্ত পিলার-২০৭১/২ এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলবাড়ী নামক এলাকা থেকে অবৈধভাবে ভারতে পাচারকালে ২ মানব পাচারকারী, ৩ বাংলাদেশি নাগরিকসহ ১টি সিএনজি আটক করে।


আটককৃতরা হলেন - সোহাগ মিয়া (২৬), পিতা- উসমান গনি, রানি খং, দুর্গাপুর, নেত্রকোণা, সাইদুর হক(২৪) , পিতা- রহম আলী, বলিয়া কান্দা, বিলযোড়া, পূর্বধলা, নেত্রকোণা, মো. হজরত আলী(২৮), পিতা- উসমান গনি, বিজয়পুর, রানি খং, নেত্রকোণা এবং ২ জন মানব পাচারকারী, মো. বিল্লাল (৪৫), পিতা-আব্দুল করিম,খারেরা,ফকির বাজার, বুড়িচং, কুমিল্লা, হাবিবুর রহমান (৩০), পিতা- মো. আবদুর সাত্তার, পাহাড়পুর, ফকির বাজার বুড়িচং, কুমিল্লা।


এছাড়াও ২ জন পাচাকারী মো. নাজমুল হোসেন (৩২), পিতা: আবু তাহের, বেলবাড়ি, ফকির বাজার, বুড়িচং, কুমিল্লা, মো. আব্দুল আলিম (৪২), পিতা: তারু মিয়া, বেলবাড়ী, ফকির বাজার, বুড়িচং, কুমিল্লা পলাতক রয়েছে।


আটককৃত ব্যক্তিদেরকে কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক মানবপাচারকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি টহলের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com