ফেনীতে দুইজনের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১১ মে ২০২৫, ১১:১৮
ফেনীতে দুইজনের মরদেহ উদ্ধার
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


শনিবার ( ১০ মে) বিকালে ফেনীর পুরাতন জেলখানার সামনে থেকে এক ব্যবসায়ী ও সোনাগাজী উপজেলার চরলামছি গুচ্ছ গ্রাম থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


জানা গেছে, শনিবার বিকালে শহরের পুরাতন জেলখানার সামনে থেকে গিয়াস উদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। সে শহরতলির আলোকদিয়া গ্রামের চৌধুরী বাড়ির ওহিদুর রহমানের ছেলে। ফেনী থানার ওসি শামসুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


অপরদিকে, গত বৃহস্পতিবার জিও ব্যাগ তৈরির কাজ করার সময় মুহুরী নদীতে ডুবে যান নির্মাণ শ্রমিক আবু বকর সিদ্দিক (৩৫)। শনিবার সন্ধ্যায় স্থানীয়দের সহযোগীতায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া গ্রামের বাসিন্দা।


প্রত্যক্ষদর্শীরা জানান, জিও ব্যাগ তৈরির সময় সে নদীতে পড়ে যায়। কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে তাকে অনুসন্ধান করা হয়নি।


সোনাগাজী থানার ওসি বায়েজিদ আকন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারন জানা যাবে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com