
অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি এবং সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে ঘোষিত কমিটিতে স্থান পেয়েছেন ১৫১ জন নেতাকর্মী।
শুক্রবার (৯ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের কথা জানান।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মো. জহিরুল হক খোকনকে। সহ-সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট হারুন-অর-রশিদ, মো. আলী আজম, অ্যাডভোকেট এম এ মান্নান, কবির আহমেদ ভূঁইয়া, হাফিজুর রহমান কচি, অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, মো. জয়নাল আবেদীন আব্দু, অ্যাডভোকেট ফকরউদ্দীন আহমেদ, এম এ হান্নান, মো. আবু ছায়েদ, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, মো. মাসুদুল ইসলাম মাসুদ, মো. মহসিন মোল্লা, মো. জহিরুল ইসলাম চৌধুরী লিটন, মো. বশির উদ্দিন তুহিন, মো. হাবিবুর রহমান, মো. শরীফুর হক স্বপন, মো. শরীফুল ইসলাম শরীফ, ডা. খুরশিদ আলম, মো. আইয়ুব খান ও মো. সেলিম ভূঁইয়া।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আলী আজমকে। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন অ্যাডভোকেট শরীফুল ইসলাম লিটন, মো. হামদু মিয়া, মো. ইদ্রিস মিয়া, কে এম মামুন অর রশীদ, মো. মাসুদ রানা, একে এম মুসা, মো. এমদাদুল হক সাইদ, মো. ছালেহ মুসা, মো. আনোয়ার হোসেন, আহসান উদ্দিন খান শিপন, তরুন দে, মো. আলী আজম চৌধুরী, আশরাফুল করিম রিপন, মো. ছাদেক মিয়া, মো. রহমত উল্লাহ, মো. আল-আমিন, মো. হযরত আলী, ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, দেওয়ান মো. নাজমুল হুদা, মো. বিল্লাল খন্দকার, মো. বাবুল খান তাপস ও মো. মুক্তার হোসেন।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. আসাদুজ্জামান শাহীনকে। দপ্তর সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট সামসুজ্জামান কাননকে, প্রচার সম্পাদক মো. মাহিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস শামসুন্নাহার, যুব বিষয়ক সম্পাদক মো. নিয়ামুল হক এবং ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাশেদ কবির আখন্দ।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মো. হাসিবুর রহমান লিটন, মেহেরুন নিছা মেহেরীন, মো. শফিকুল ইসলাম, মো. ফারুক কমিশনার, মো. জিয়াউল হক রতন, মিজানুর রহমান খান পাপ্পু, ডা. শারমিন সুলতানা, মো. নাদিম মিয়া, মো. নিয়ামত খান, মো. ইলিয়াছ, সালাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, শামীমা বাছির স্মৃতি, কামাল হোসেন জয়, সেলিম মোস্তফা, অ্যাডভোকেট জেসমিন আক্তার, শাহ মাহমুদা আক্তার, ডা. মো. নাজমুল হুদা বিপ্লব, মো. ওবায়দুল হক গিয়াস, মো. মাহফুজুর রহমান, ওমর ফারুক, মো. নুরুল আমিন নুর, মোকাদাস মোল্লা হৃদয়, সাজিদুল কিবরিয়া সুজন ও হানিফ খন্দকার।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, এই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে নতুন উদ্যমে জেলা বিএনপিকে মাঠে সক্রিয় করতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব।
এর আগে, ২০২৪ সালের ২৮ ডিসেম্বর ও ২০২৫ সালের ১৮ জানুয়ারি দু'বার জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও দলীয় গ্রুপিংয়ে একটি পক্ষের আপত্তির কারণে তা স্থগিত করা হয়। ওই দুবার সম্মেলনের তারিখ ঘোষণার পর জেলা বিএনপির বড় একটি অংশ সম্মেলনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয় এবং সম্মেলন প্রতিহতের ঘোষণা দেয়। এই অবস্থায় ১ ফেব্রুয়ারি সম্মেলনে কাউন্সিল ছাড়া শুধু সমাবেশ অর্থাৎ প্রথম অধিবেশন হয়। সেটিও জেলা সদরে ঘোষিত স্থান পরিবর্তন করে আশুগঞ্জ উপজেলা সদরে করা হয়। সেখানে কমিটি গঠনের দায়িত্ব নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]