
পঞ্চগড়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, পুলিশ শিগগিরই মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে আবার কাজ করবে। নতুন পুলিশ তাদের মন মানসিকতা এমনভাবে গড়ে তোলা হয়েছে ১০-১৫ বছরে সেটা মানুষের সাথে খাপ খাইতো না। এজন্য তারা একটু ভয়ে আছে। এই ভয়টা কেটে যাবে। বেশিদিন লাগবে না এটা শিগগিরি হয়ে যাবে এবং তারা যাতে মানুষের সাথে দেশের নাগরিকের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেভাবে গড়ার জন্য চেষ্টা করছে সরকার।
২৫ জানুয়ারি, শনিবার সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে ফুল বাগান ও পানির ফোয়ারার সৌন্দর্য বর্ধনের কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, কোন দেশে যখন বিপ্লব ঘটে তখন বাহিনীই থাকে না। কিন্তু আমাদের দেশেররা তো এদেশেরই সন্তান। তারা কোন রকম বিপদে পড়ে অন্যায় করেছে। তাদের যেগুলো অন্যায়ের লোকজন ছিল সেগুলোর তো শাস্তি হচ্ছে একের পরে এক, শাস্তি চলছে। পুনর্গঠন হচ্ছে, একটু সময় লাগবে, শিগগিরি হয়ে যাবে।
পুলিশের নতুন পোশাক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে এক পক্ষ বলবে এটাই তো বাই দ্যা ডেমোক্রেসি, এটা ডেমোক্রেসি আছে বলেই বলছে। কেউ বলছে এটা কিচ্ছু হয়নি। আরেকজন বলছে না ভালো হয়েছে, আরেকজন বলছে কিছুই হয়নি তোমরা আবার করে বানাও। এগুলো সব মিলে তো কথা বার্তা চলবেই, তাই না। ওই যে একটা ছবি আছে না মুখ চেপে ধরছে পুলিশ। আমরা তো মুখ চেপে ধরছি না কারো। সরকার তো মুখ চেপে ধরা পছন্দ করে না। সরকার চায় বলুক সবায়। পরে সব মিলায় আমাদের দেশের আর্থিক অবস্থা কিছু বিবেচনা করে সুন্দরভাবে যাতে হয়। আস্তে আস্তে করে সেটা হবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/গোফরান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]