মোংলায় ভটভটি উল্টে ২ জনের মৃত্যু
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:১০
মোংলায় ভটভটি উল্টে ২ জনের মৃত্যু
মোংলা প্রতিনিধি।
প্রিন্ট অ-অ+

মোংলায় ভটভটি উল্টে ২জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন ৪জন। আহতদের একজনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।


বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে মোংলার চাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, ভটভটি চালক দিদার মোল্লা (২৫) ও রোকন উদ্দিন খোকন (৬০)।


হতাহতের পরিবার জানায়, খুলনার লাউডোব থেকে ধান কেটে বাড়ী ফেরার পথে রাতে চাপড়া এলাকায় রাস্তার উপরে রাখা পাথরের স্তূপে উঠে গেলে ভটভটি উল্টে ঘটনাস্থলে চালক ও হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান।


এদের মধ্যে গুরুতর আহত ওয়াহেদ মল্লিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আইয়ুব সরদার (৪০) মিলন মল্লিক (৩৫) ও তাজমির শেখ (৩০)।


নিহত ভটভটি চালক দিদারের বাড়ী খুলনার দাকোপ উপজেলার বানীশান্তায় ও রোকন উদ্দিন খোকনের বাড়ী মোংলার সোনাইলতলায়। এছাড়া আহতদের সকলের বাড়ী ও সোনাইলতলা এলাকায়।


মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। আর এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/জাহিদ/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com