
নাটোরের গুরুদাসপুরে গুলিবিদ্ধ অসুস্থ অবস্থায় একটি ভুবন চিল পাখি উদ্ধার করেছে গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির পরিবেশকর্মীরা।
৪ জানুয়ারি, শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলাধুনা এলাকায় গুলিবিদ্ধ হয়ে একটি বাগানে পাখিটি পড়েছিল। স্থানীয়রা পরিবেশকর্মীদের খবর দিলে অসুস্থ অবস্থায় পাখিটিকে উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, শনিবার সকালে স্থানীয়রা গুলিবিদ্ধ অসুস্থ অবস্থায় একটি ভুবন চিল পাখি পড়ে আছে একটি বাগানে এমন খবর দেয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে খবর দেওয়া হয়। দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয় সমাজসেবকদের উপস্থিতিতে পাখিটি হস্তান্তর করা হয়েছে। পাখি শিকার বন্ধে পরিবেশকর্মীরা সকল ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে।
তিনি আরো বলেন, ভুবন চিল মাঝারি আকারের শিকারি পাখি। তাদের গায়ের রং খয়েরি, ডানায় হালকা বাদামি ছোপ থাকে। মূলত জলাশয় কিংবা নদ-নদীর কিনারে তাদের সাক্ষাৎ মেলে। একাকী অথবা ছোট দলেও নজরে পড়ে। ভুবন চিল দেশের বিভিন্ন জেলা পর্যায়ে খুবই বিরল। এ প্রজাতির অন্য পাখিদের মত খুব হিংস্র নয়। মাছই ভুবন চিলের প্রধান খাদ্য। গুলিবিদ্ধ পাখিটিকে অন্য পাখি মনে করে কোন শিকারি গুলি করেছিল।
এসময় উপস্থিত ছিলেন, নাজিরপুর ইউনিয়নের সমাজসেবক রাকিবুর রহমান রাজা, স্বপন খান রাকিব, তপু তালুকদার, আল আমিন, রতন আলী, মোতালেব হোসেন প্রমুখ।
বিবার্তা/জনি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]