আমরা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাই, দল রেডি আছে: বুলবুল
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২০:৩২
আমরা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাই, দল রেডি আছে: বুলবুল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশ দল প্রস্তুত রয়েছে। তবে তারা ভারতে নয় শ্রীলঙ্কায় খেলতে চান। তারা এখনই হাল ছাড়ছেন না। শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার লড়াই চালিয়ে যাবেন তারা।


বৃহস্পতিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠক শেষে ভারতে বিশ্বকাপ না খেলার সরকারের সিদ্ধান্তের কথা জানান তিনি।
পরে সাংবাদিকদের বুলবুল জানান, আইসিসিকে আবারও তারা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করবেন।


বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা গর্ববোধ করি। কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান। ক্রিকেটের জনপ্রিয়তা কমছে। সেখানে বাংলাদেশের মতো ক্রিকেট জনপ্রিয় দেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করতে চাইলে এটা আইসিসির ব্যর্থতা। আমরা বিশ্বকাপে খেলার চেষ্টা করে যাবো। এখনই হাল ছাড়ছি না। চেষ্টা করে যাচ্ছি, যাতে ছেলেরা বিশ্বকাপে খেলতে যেতে পারে। আমাদের দল রেডি আছে। আমরা শুধু ভারতে যেতে চাই না, শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাই।’


বুধবার বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে আইসিসির একটি বোর্ড সভা হয়েছিল। সেখানে ভোটাভুটিতে বাংলাদেশের শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার দাবি খারিজ হয়ে যায়। আইসিসি পরে বিসিবিকে আল্টিমেটাম দিয়ে, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে আইসিসি এভাবে সময় বেধে দিতে পারে না।’


মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়টি বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক নয় বলেও উল্লেখ করেছেন তিনি। তার মতে, নিরাপত্তা ঝুকির কারণেই বাদ দেওয়া হয়েছে ফিজকে, ‘মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর আইসিসির সঙ্গে আমরা আলোচনা শুরু করি। তার বিষয়টি বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক নয়। নিরাপত্তাজনিত কারণে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। পরে সরকারের মাধ্যমে আমরা জানতে পেরেছে, ভারতে টি-২০ বিশ্বকাপে নিরাপত্তা একটা বড় ইস্যু। জানার পরে আইসিসির সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ হয়েছে। আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি যে, নিরাপত্তার কারণে আইসিসি বিভিন্ন সময়ে পদক্ষেপ নিয়েছে। ১৯৯৬ ও ২০০৩ বিশ্বকাপের ঘটনাগুলো বলার চেষ্টা করেছি।’


নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার পেছনে গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহারণ টেনেছেন বুলবুল। তিনি জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকির কারণে একটা দেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে অস্বীকার করেছিল। সেই দেশের সরকারের পরামর্শে আইসিসি তাদের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলেছে। আমরা আবারও বলার চেষ্টা করবো আইসিসিকে।’



বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com