ডিএসইতে সূচকের উত্থান, প্রথম ঘণ্টায় লেনদেন ১৩৯ কোটি টাকা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭
ডিএসইতে সূচকের উত্থান, প্রথম ঘণ্টায় লেনদেন ১৩৯ কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ সেপ্টেম্বর) সবগুলো মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার চেয়ে পাঁচগুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। পাশাপাশি এই সময়ে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৭ কোটি টাকার বেশি, মোট লেনদেন হয়েছে ১৩৯ কোটি টাকার শেয়ার।


বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮১ পয়েন্ট হয়েছে।


প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮০টির। বিপরীতে কমেছে ৫২টির। আর ৫৩টির দর অপরিবর্তিত ছিল।


বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ১৩৯ কোটি ৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এ সময় পর্যন্ত ১২১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে প্রথম ঘণ্টার লেনদেন বেড়েছে ১৭ কোটি ৩ লাখ টাকা।


বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ফারইস্ট নিংটিং অ্যান্ড ডাইনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার প্রথম ঘণ্টায় ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com