জবানের কারণে মারাত্মক ৪ গুনাহ
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১০:৩১
জবানের কারণে মারাত্মক ৪ গুনাহ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মুখ দ্বারা আমরা প্রতিনিয়তই মারাত্মক সব গুনাহ করি—যেগুলো কিছুতেই করা উচিত নয়। মুখের গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে জান্নাত সুনিশ্চিত। রাসুল (সা.) বলেছেন, ‘যে আমাকে তার দুই চোয়ালের মাঝের অঙ্গ অর্থাৎ জবান এবং দুই পায়ের মাঝের অঙ্গের (সঠিক ব্যবহারের) জামানত দেবে আমি তার জন্য জান্নাতের জামিন হব।’ (সহিহ্ বুখারি: ৬৪৭৪) আরেক হাদিসে এসেছে, ‘তুমি তোমার জবানের নিয়ন্ত্রণ করো।’ (জামে তিরমিজি: ২৪০৬)


মুখ দ্বারা ইচ্ছায়-অনিচ্ছায় অনেক রকমের গুনাহ ও গর্হিত কাজ হয়ে যায় আমাদের। সে সবের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে এগুলো:


১. গালি দেওয়া: রাসুল (সা.) বলেন, ‘মুমিন (অন্যের) দোষ চর্চাকারী হয় না, লানতকারী, অশ্লীল ও গালাগালকারী হয় না (বাজে কথা বলে না)।’ (জামে তিরমিজি: ১৯৭৭)


২. গিবত করা: আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ‘হে মুমিনগণ, তোমরা অধিকাংশ অনুমান থেকে বেঁচে থাকো। কারণ, কোনো কোনো অনুমান গুনাহ। তোমরা কারও গোপন ত্রুটির অনুসন্ধানে পড়বে না এবং একে অন্যের গিবত করবে না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এটাকে তো তোমরা ঘৃণা করে থাকো। তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী, পরম দয়ালু।’ (সুরা হুজুরাত: ৪৯)


৩. মিথ্যা বলা: হাদিসে রাসুল (সা.) বলেন, ‘তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। নিশ্চয় মিথ্যা পাপের পথে নিয়ে যায়। আর পাপ জাহান্নামে নিয়ে ফেলে। ব্যক্তি মিথ্যা বলতেই থাকে, মিথ্যার খোঁজে থাকে; একপর্যায়ে আল্লাহর খাতায় কাজ্জাব (মহামিথ্যাবাদী) হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়।’ (সহিহ্ বুখারি: ৬০৯৪)


৪. অশ্লীলতা প্রচার করা: আল্লাহ তাআলা বলেন, ‘যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে মর্মন্তুদ শাস্তি। আর আল্লাহ জানেন, তোমরা জানো না।’ (সুরা নুর: ১৯)


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com