
জোর করে হুমকি-ধামকি আর পুলিশ প্রশাসন দিয়ে কোন ভাল রাষ্ট্র গঠন করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান।
আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নরসিংদী- ২ নির্বাচনী এলাকার ঘোড়াশাল দেবালয় গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, আমরা রাজনীতিতে এসেছি মানুষের সেবা করতে। সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক উন্নয়নের জন্য।
তিনি বলেন, বাংলাদেশে একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করতে হলে মানুষের স্বাধীনতা দিতে হবে, গণতন্ত্র দিতে হবে এবং মানুষকে উদারনীতি মানষিক শিক্ষা দিতে হবে। আগামী ১২ তারিখ নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা হবে।
পলাশ থানা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন পলাশ থানা বিএনপির সভপাতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সি:-যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌরৈ বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদ দেলোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ ও সদস্য সচিব আরিফুল ইসলাম প্রমুখ।
বিবার্তা/কামরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]