
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িপাল্লা সরকারে যায়নি মানুষের জন্য কাজও করেনি আমরা আপনাদের জন্য কাজ করেছি বিএনপি পরীক্ষিত দল। আপনাদের ভোটে আমরা সরকারে গিয়ে কাজ করেছি।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের সোল্ট হরিবাজার, ১১মেইল বাজারসহ বিভিন্ন নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে এসব কথা বলেন তিনি।
ফখরুল আরও বলেন, হাসিনা চলে গেছেন নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে গেছেন, তাই যারা অন্যায় করেছে তাদের বিচার হবে। যারা নির্দোষ তাদের পাশে আছি আমরা।
জামাতের বিষয়ে জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ভোট দিলেই জান্নাতে যাওয়া যায় না, নামাজ পড়তে হয়, রোজা করতে হয়, মিথ্যা কথা বলা যাবে না, মুনাফেকি করা যাবে না। কোন মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে না।
নির্বাচনী প্রচারণায় দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মির্জা ফখরুল মুন্সিরহাট ও পয়শা ফেলা বাজারে নির্বাচনী পথ সভায় যোগদেন।
বিবার্তা/বিধান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]