
ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভা চলাকালে পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে রমনা এলাকায় এ ঘটনা ঘটে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, পথসভা চলাকালে ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ স্লোগান দিতে থাকেন। তবে পরিস্থিতি শান্ত রাখতে নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সবার মাথার ওপরে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে।
এসময় ডিম নিক্ষেপকারীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আল্লাহ্ আপনাদের হেদায়েত দান করুন, চাঁদাবাজি থেকে মুক্তি দিক, সন্ত্রাসীদের থেকে মুক্তি দিক।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]