
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনসহ নর্ডিক অঞ্চলের তিন দেশ—সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতেরা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এবং বাংলাদেশের উন্নয়ন বিষয়ে তাঁর ভাবনা নিয়ে।
তিনি বলেন, আজ চারটি দেশের রাষ্ট্রদূত বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসব ছিল সৌজন্য সাক্ষাৎ এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতে কীভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করা যায়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে কীভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়নি। তবে তারা সবাই নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচনের পর বাংলাদেশ একটি গণতান্ত্রিক যাত্রাপথে অগ্রসর হবে—এমন প্রত্যাশার কথাও তারা জানিয়েছেন।
সাক্ষাৎকালে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]