একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে: জামায়াত
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ২১:৫৭
একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে: জামায়াত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা থাকলেও একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
নির্বাচন কমিশনকে একটি দল চাপ দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছে কমিশনকে। আমরা বলতে চাই কোনো চাপের মাধ্যমে নয়, আইন অনুসারে কোনো দলের প্রার্থী অবৈধ হলে তা বাতিল করতে হবে।
এসময় অনেক ডিসি ও এসপি পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেন জামায়াত নেতা। তিনি বলেন, ইসিকে এ বিষয়ে নজর দিতে হবে।
বিএনপিকে নিয়ে তাহের বলেন, তারা মনে করেছিল লন্ডন থেকে তাদের লিডার আসলেই সব পরিবর্তন হবে, কিন্তু তা হয়নি।


জোটে না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের সম্মানে জামায়াতে ইসলামী সেখানে কোনো প্রার্থী দেবে না বলে জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে নির্বাচন করবেন। বরিশাল-৬ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া হবে বলে জানান তাহের।


প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ করেছে জামায়াত। প্রধান উপদেষ্টা তাতে সম্মতি দিয়েছেন।
বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com