
বিদেশি কোম্পানির হাতে বন্দর ইজারার বিষয়টি জনগণকে জানাতে হবে, ইজারার বিষয়টি স্বচ্ছ ও স্পষ্ট হতে হবে বলে জানিয়েছেন, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
রবিবার (২৩ নভেম্বর) সকালে ফেনীর অভিজাত গ্রান্ড সুলতান কনভেনশন হলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ মতবিনিময় সভার মাধ্যমে মজিবুর রহমান ফেনী-২ (সদর) আসনের নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন।
তিনি আরও বলেছেন, দেশে অনেক কিছু পরিবর্তন হবে, ইতিমধ্যে ছোট ছোট কিছু পরিবর্তন হয়েছে। এখনই পরিবর্তনের সময়। বিএনপি বড় দল তাদের সাথে ভোট করলে নিজের ইচ্ছার প্রতিফলন হবেনা। আগামী কয়েকদিনের মধ্যে এবিপার্টি সহ কয়েকটি দল নিয়ে নতুন জোট গঠন করা হবে, সেই জোটের মাধ্যমে আমরা নির্বাচন করবো। আগামী ২৫ নভেম্বর এ জোট ঘোষণা আসতে পারে।
মঞ্জু বলেন, অনেক ছড়াই উৎরাই পেরিয়ে আমার দলের নিবন্ধন পেতে হয়েছে। আমাকে শেষ পর্যন্ত আদালতে যেতে হয়েছে। আমাদের দল একটি নতুন দল, আমি রাজনীতি করার অনেক সময় পাবো।
আমি চাই কোন ঘাটলায়, ব্যক্তিগত ঘরে বা কাচারিতে বসে সালিশ বাণিজ্য হবে না। সরকারি কাজ সরকারি কর্মকর্তারাই করবেন । ডিসি, এসপি ও ওসিরর কাজে এমপি হস্তক্ষেপ করবে না। কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিজ দলের লোক ও পছন্দের লোক হস্তক্ষেপ করবে না। যার যে দায়িত্ব সে নিজ দায়িত্ব পালন করবে।
অন্যান্য প্রার্থীদের ব্যাপারে তিনি বলেন, এখানে বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নাল আবদীন ও জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া শ্রদ্ধেয় মানুষ। আমরা একসাথে কাজ করতে চাই, নতুন হিসাবে সকলের সহযোগিতা চাই, সবাইকে নিয়ে এক সাথে কাজ করতে চাই। সুযোগ এসেছে পরিবর্তনের, আমরা সবাই চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। এবি পার্টি কখনো টেন্ডার বাণিজ্য করবে না। দুদক স্বাধীনভাবে কাজ করলে দেশ অনেক পরিবর্তন হবে। প্রয়োজন মনে করলে পছন্দের প্রার্থীকে ভোট দিতে অনুরোধ করবো।
সংবাদ সম্মেলনে এবি পার্টির ফেনী জেলা সভাপতি মাস্টার আহছান উল্লাহ'র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ফজলুল হক, ফেনী পৌর শাখার সভাপতি আবুল কালাম প্রমূখ।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]