বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারে জাসদের নিন্দা ও মুক্তির দাবি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৩:৩৫
বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারে জাসদের নিন্দা ও মুক্তির দাবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাউল শিল্পী আবুল সরকারের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাসদ।


রবিবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন,”বাংলাদেশ জাসদ গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছে যে জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। একজন লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী ধারার শিল্পীকে গ্রেফতার করা শুধুমাত্র শিল্প-সংস্কৃতির ওপর আঘাত নয়, এটি গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।


বাংলাদেশ জাসদ মনে করে, বাউল শিল্পী আবুল সরকারের মতো সংস্কৃতিকর্মীরা মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী প্রচার করেন। এটি কোনো অপরাধ নয়—বরং আমাদের সমাজের অন্ধকারকে দূর করার আলোকবর্তিকা। তাঁকে গ্রেফতার করা হচ্ছে সংস্কৃতি ও সৃজনশীলতার কণ্ঠরোধের চেষ্টা।


আমরা অবিলম্বে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করছি।তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা বা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। সাথে সাথে স্বাধীন মতপ্রকাশ, শিল্প-সংস্কৃতি এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।


বাংলাদেশ জাসদের পক্ষ থেকে আমরা এই অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে গণতান্ত্রিক ও সাংস্কৃতিক মহলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com