
ইসলামী ঐক্যজোটের দুই অংশের বিরোধের জেরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ থেকে দলটির একাংশকে বের করে দেওয়া হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষে সংলাপ শুরুর আগে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের চার কমিশনার ও ৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংলাপ শুরুর কয়েক মিনিট আগে ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল হলে প্রবেশ করে। তখন হলরুমে আগে থেকেই উপস্থিত ছিলেন দলটির অপর অংশের প্রধান মুফতি আবুল হাসানাত আমিনীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
সম্মেলন কক্ষে ঢুকেই সাখাওয়াত হোসেন রাজি অপর অংশকে 'ফ্যাসিবাদের দোসর' আখ্যায়িত করেন। তিনি বলেন, 'তারা বিগত ফ্যাসিবাদের সহযোগী ছিল। ২০২৪ সালসহ প্রতিটি একতরফা নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। তারা এখানে থাকলে আমরা থাকবো না।'
এরপর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উভয় পক্ষের আমন্ত্রণপত্র দেখতে চান।
সাখাওয়াত হোসেন রাজি তার আমন্ত্রণপত্রের হার্ডকপি দেখাতে সক্ষম হলেও হাসানাত আমিনীর নেতৃত্বাধীন অংশ শুধু মোবাইলে থাকা কপি দেখান এবং জানান, হার্ডকপি বাসায় ভুলে রেখেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, 'হার্ডকপি না থাকলে আপনারা চলে যান।' অনেকবার অনুরোধ করা সত্ত্বেও ইসি এই সিদ্ধান্তে অনড় থাকে। ফলে হাসানাত আমিনীর নেতৃত্বাধীন অংশকে বের হয়ে যেতে হয়। পরে রাজির নেতৃত্বাধীন অংশ সংলাপে অংশ নেয়।
ঘটনার পর বের হয়ে যাওয়া অংশের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন অভিযোগ করেন, 'নির্বাচন কমিশন একতরফা সিদ্ধান্তে আমাদের বের করে দিয়েছে। অথচ নির্বাচন কমিশনে আমাদের নিবন্ধন রয়েছে।'
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]