রাজনৈতিক দলগুলোর বিভাজনই নির্বাচন ভণ্ডুলের কারণ হতে পারে: নুর
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৪:৩০
রাজনৈতিক দলগুলোর বিভাজনই নির্বাচন ভণ্ডুলের কারণ হতে পারে: নুর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজনৈতিক দলগুলোর বিভাজনই নির্বাচন ভণ্ডুলের কারণ হতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন, গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর।


শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।


জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে নানা ভিন্নমত থাকলেও প্রধান উপদেষ্টার ভাষণে সংশয় অনেকটাই কেটে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সবার মতামতকেই গুরুত্ব দিয়েছেন বলে মনে করেন নুরুল হক নুর।


সরকার নির্বাচনী ট্র্যাকে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মাঝে বিভাজনই জাতীয় নির্বাচন ভণ্ডুলের কারণ হতে পারে। এই সময়ে এসে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনই বাস্তবসম্মত।’


তাই ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে সব দলকে এক থাকার আহ্বান জানান ডাকসুর সাবেক এই ভিপি।


গণঅভ্যুত্থানের বৈধতার স্বার্থে, আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদের পক্ষে ভোট চাওয়ার কথাও বলেন তিনি।


এ সময় আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার ঘোষণা দেয় গণঅধিকার পরিষদ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com