
দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যু এবং পরবর্তী ঘটনার প্রতি ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে তার এক পোস্টে তিনি লেখেন, ‘আমি শোকাহত, দুঃখিত এবং লজ্জিত।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন শরিফ ওসমান বিন হাদি। দুর্বৃত্তের গুলিতে আহত হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় তার।
এরআগে গত শুক্রবার জুমার নামাজের পর প্রচারণা শেষে রিকশায় থাকা অবস্থায় রাজধানীর বিজয়নগরে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বুত্তরা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]