জুলাই-আগস্টে তরুণরা যা দেখিয়েছে তা দৃষ্টান্ত : প্রধান উপদেষ্টা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৭
জুলাই-আগস্টে তরুণরা যা দেখিয়েছে তা দৃষ্টান্ত : প্রধান উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জুলাই-আগস্টে দেশের তরুণরা যা দেখিয়েছে তা অনন্য দৃষ্টান্ত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।


রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন।


প্রধান উপদেষ্টা বলেন, আমাদের দুই পাশে দুই মহাশক্তি। ভারত ও চীন। তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে, আমরা যেহেতু মাঝখানে আমাদের ফেলে যেতে পারবে না। ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।


তিনি বলেন, আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর। আমাদের উপকূল এক মস্ত বড় সুযোগ। পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা এতদিন ব্যবহার করতে জানিনি। এখন যে মুহূর্তে এর ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে কেউ লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না।


ড. ইউনূস বলেন, আমাদের উত্তরে বিখ্যাত হিমালয় পর্বতমালা, যেখানে জমে আছে শক্তি, হাইড্রোপাওয়ার। কত শক্তি দরকার বাংলাদেশের, সেখানে সব জমা আছে। শুধু নেপাল আর বাংলাদেশের মধ্যে ৪০ মাইলের যে দূরত্ব তা অতিক্রম করতে হবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com