
উত্তম নির্বাচন আয়োজনে ডিসিদের বার্তা দিতে আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) ডিসি সম্মেলনে ২০২৫-এ যোগ দিতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এসময় নির্বাচন কমিশনার বলেন, জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মঙ্গলবার সন্ধ্যার সেশনে অংশ নেবে ইসি। মাঠ পর্যায়ের প্রশাসনের হাতেই থাকে নির্বাচনের দায়িত্ব। একটি উত্তম নির্বাচন করতে চাই। যে কোনো মূল্যে যেন এটা করা হয়, সেই বার্তা ডিসিদের দেওয়া হবে।
তিনি আরও বলেন, পুরো নির্বাচন কমিশন যাবে এবারের ডিসি সম্মেলনে। সরকারের পক্ষ থেকে কোনো চাপ না থাকায় মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে।
আনোয়ারুল ইসলাম বলেন, দেশের ইতিহাসে এবার সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে করে কমিশন। পাইলট প্রজেক্ট হিসেবে রির্টানিং অফিসার হিসেবে জেলা প্রশাসকের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যেহেতু কোনো প্রভাব থাকবে না, সেহেতু ইসি সুষ্ঠু নির্বাচন করতে পারবে; সেই প্রত্যাশা আমরা করি। কমিশন বিশ্বাস করে, কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে আইন পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। সীমানা নির্ধারণ ও আইন মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী হবে। সীমানা নির্ধারণে বর্তমানে যে আইন আছে, তা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছি আমরা।
এছাড়া, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে বলার সময় এখনও আসেনি। সময়ই বলে দেবে আমরা কী করব।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]