শাহবাগে আন্দোলনকারী সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের উপর জলকামান নিক্ষেপ
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৮
শাহবাগে আন্দোলনকারী সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের উপর জলকামান নিক্ষেপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিয়োগ পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করা প্রাথমিকে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের উপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ মোড় অবরোধ করলে তাদের সরিয়ে দিতেই জলকামান ব্যবহার করা হয়েছে।


এর আগে এদিন সকালে টানা অষ্টম দিনের মতো আন্দোলনে সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন নিয়োগ প্রত্যাশীরা।


পরে দুপুরের দিকে শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা। সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা শহবাগের সড়ক মোড়ে বসে পড়লে পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে তাদের তুলে দেয়ার চেষ্টা করেন। এখনও সেখানে তারা অবস্থান করছেন ।


আজকের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।


আজ আন্দোলনকারীদের পরনে কাফন, হাতে জাতীয় পতাকা রয়েছে। অনেক নিয়োগপ্রত্যাশী নারীর কোলে রয়েছে দুধের শিশুও। টানা ৮দিন এভাবেই রাজপথে আন্দোলন করে আসছেন নিয়োগপত্র পেয়েও যোগদানের আগেই চাকরি হারানো ৬ হাজার ৫৩১ জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com