‘আপত্তি’ ওঠায় চারুকলায় হচ্ছে না শরৎ উৎসব
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৩:০০
‘আপত্তি’ ওঠায় চারুকলায় হচ্ছে না শরৎ উৎসব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘আপত্তি’ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘শরৎ উৎসব’ আয়োজনের অনুমতি বাতিল করে দিয়েছে চারুকলা অনুষদ। প্রতি বছরের মতো এবারও সেখানে ‘শরৎ উৎসব’ আয়োজনের প্রস্তুতি নিয়েছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। তবে শেষ মুহূর্তে ‘গোলযোগ’ হওয়ার শঙ্কাকে কারণ দেখিয়ে চারুকলা কর্তৃপক্ষ সেই অনুমতি বাতিল করে বলে দাবি করেছেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।


তিনি বলেন, ‘আমরা যথাযথ নিয়ম মেনে চারুকলার বকুলতলার জায়গাটি ভাড়া নিয়েছি। এর জন্য ২৬ হাজার টাকা ভাড়াও পরিশোধ করা হয়েছে। কিন্তু আজ সন্ধ্যার পর আমাদেরকে চারুকলা কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, সেখানে অনুষ্ঠানটি করা যাবে না।’


মানজার চৌধুরী বলেন, ‘এখানে অনুষ্ঠান করলে ‘গোলযোগ’ হতে পারে, এমনটা আমাদেরকে মৌখিকভাবে জানিয়ে অনুষ্ঠান করতে মানা করেছে। কিন্তু আমাদের কাছে অনুষ্ঠান করার লিখিত অনুমতিপত্র আছে।’


লিখিত অনুমতি থাকলে অনুষ্ঠান করছেন না কেন জানতে চাইলে মানজার চৌধুরী বলেন, ‘আমাদের অনুষ্ঠান তো সকাল সাড়ে ৭টায় শুরু করার কথা। এর জন্য আজ রাতেই প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। কিন্তু চারুকলার গেইট দিয়ে আমাদের সরঞ্জাম প্রবেশ করতে দেওয়া হয়নি।’


এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম বলেন, ‘এখানে অনুষ্ঠান করা নিয়ে অনেকের কাছ থেকে আপত্তি এসেছে। আমাদের শিক্ষার্থীদের নানা পক্ষ থেকেও আপত্তি থাকার কারণে অনুষ্ঠানটি আগামীকাল এখানে করতে মানা করা হয়েছে।’


এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠান করতে না পারলেও বিকল্প ভেন্যুতে ‘শরৎ উৎসব’ আয়োজন করা হবে বলে জানিয়েছেন মানজার চৌধুরী।


তিনি বলেন, ‘আমরা ১৯ বছর ধরে শরৎ উৎসব করে আসছি। গত বছরও আমরা শরৎ উৎসব চারুকলায় করেছি। এবারের আয়োজনটি আমাদের চারুকলায় করতে দেওয়া হচ্ছে না। আমরা সকাল সাড়ে ৭টায় গেন্ডারিয়ার কচিকাঁচার মেলার মাঠে শরৎ উৎসব করব। ইতোমধ্যে ঢাকার বাইরে থেকেও আমাদের শিল্পীরা এসেছেন।’


এদিকে বৃহস্পতিবার সকালে ফেসবুকে একটি পোস্টার ছড়িয়ে পড়ে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনকে দেখা যায়, তাদের মধ্যে মানজার চৌধুরীও আছেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com