ধূমপান না করলেও ক্যানসার হতে পারে, যে লক্ষণে ডাক্তারের কাছে যাবেন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৩:৫৯
ধূমপান না করলেও ক্যানসার হতে পারে, যে লক্ষণে ডাক্তারের কাছে যাবেন
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্যানসার একটি মারাত্মক ব্যাধি। আর বেশিরভাগ মানুষ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন। আপনি যত দ্রুত ফুসফুসের ক্যানসারের চিকিৎসা শুরু করতে পারবেন, ততই মৃত্যুঝুঁকি এড়াতে পারবেন। কারণ ৯ দশমিক ৩ শতাংশই মানুষেই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে থাকেন। এমনটাই বলছে ন্যাশনাল ক্যানসার রেজিস্ট্রি প্রোগ্রাম ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য।


তবে ধূমপানই ফুসফুসের ক্যানসারের একমাত্র কারণ নয়। শহরাঞ্চলে ফুসফুসের ক্যানসারের পেছনে দায়ী দূষণ। বাতাসে দূষণের মাত্রা এতটাই বেড়ে গেছে যে, নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়েছে। কিন্তু এ রোগের লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না। যারা ধূমপান করেন না, তারা এড়িয়ে যান ফুসফুসের ক্যানসারের লক্ষণগুলো। অথচ তাদের মধ্যেও কিছু সাধারণ উপসর্গ প্রকাশ পায়। এ লক্ষণগুলো চিনে রাখলে ক্যানসার বৃদ্ধি এড়াতে পারবেন।


চলুন জেনে নেওয়া যাক, ফুসফুসের ক্যানসারের কয়েকটি লক্ষণ—


১. আপনার ঠান্ডা লাগেনি অথচ কাশি আছে। কাশতে কাশতে জীবন অতিষ্ঠ। আপনি দিনের পর দিন কেশেই চলেছেন। এ ধরনের সমস্যা ফেলে রাখবেন না। শূন্য দশমিক ২ শতাংশ মানুষের ক্ষেত্রে দেখা গেছে, যাদের তিন সপ্তাহের বেশি কাশি হয়েছে, তারাই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। তাই ক্রনিক কাশি হলে সাবধান। আর ঠান্ডা লাগলেই নিউমোনিয়া হয়ে যায় কিংবা ব্রঙ্কাইটিসের সমস্যা রয়েছে। মাঝেমধ্যে শ্বাসকষ্ট হয়।— এসবও ফুসফুসের ক্যানসারের লক্ষণ হতে পারে। এমনকি শ্বাস নেওয়ার সময়ে বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ হয়।


২. কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়াও ক্যানসারের অন্যতম লক্ষণ হতে পারে। খিদে কমে যায়। শরীরে ক্যানসারের কোষ বৃদ্ধি পেলে বিপাক ক্রিয়াতেও পরিবর্তন আসে। তখন হজমে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় এবং ওজন কমতে থাকে।
৩. গোটা শরীরে অসহ্য ব্যথা। বুক, পিঠ ও কাঁধে ব্যথা। পাঁজরের হাড়ে যন্ত্রণা। এ ধরনের লক্ষণকে অনেকেই শারীরিক ক্লান্তি বা কায়িক পরিশ্রমের ফল ভেবে এড়িয়ে যান। কিন্তু শরীরে ব্যথা-যন্ত্রণাও ফুসফুসের ক্যানসারের লক্ষণ হতে পারে।


৪. সর্দি হয়নি, তাও গলা স্বর ভারি। কথা বলার সময়ে বারবার মনে হয়, গলায় যেন কফ আটকে রয়েছে। এ ধরনের লক্ষণকেও এড়িয়ে যাবেন না। এ ছাড়া কফ উঠছে এবং কফের সঙ্গে রক্ত হচ্ছে—এটিও ফুসফুসের ক্যানসারের লক্ষণ।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com