
সারাদেশে বইছে শৈত্যপ্রবাহ। এরইমধ্যে তীব্র শীত জেঁকে বসেছে। তাই শুষ্ক আবহাওয়ার কারণে দূষণের মাত্রা বেড়ে গেছে। আজও দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার নাম উঠে এসেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ১২৬ স্কোর নিয়ে এই মেগাসিটি তালিকার ২০তম স্থানে রয়েছে। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এদিকে, একই সময়ে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৫৬০। এদিকে ৪৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এছাড়া ৩১৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের কাবুল। ভারতের কলকাতা শহর ও বাহারাইনের মানামা যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে, যাদের স্কোর ২২২ ও ১৭৪।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]