দেশের সংকটময় মুহূর্তে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা গুরুত্বপূর্ণ: সেনাপ্রধান
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:৫৭
দেশের সংকটময় মুহূর্তে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা গুরুত্বপূর্ণ: সেনাপ্রধান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো জাতীয় সংকটময় মুহূর্তে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


বুধবার (১৪ জানুয়ারি) সকালে সাভারের বাইপাইলে বিএনসিসি একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীরঅফিসার, বিএনসিসি অফিসার, প্রফেসর আন্ডার অফিসার, টিচার আন্ডার অফিসার এবং ক্যাডেটদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


তিনি বলেন, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো জাতীয় সংকটময় মুহূর্তে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এসময় তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদেরঅবদানের ভূয়সী প্রশংসা করেন এবং এই সংগঠনের সকল সদস্যকে অভিনন্দন জানান।


সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সামরিক সচিব, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিএনসিসির অফিসার, ক্যাডেট এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশনেন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com