
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিলের ভাষণ চূড়ান্ত হয়েছে। বুধবার অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার (সিইসি) আব্দুর রহমানেল মাসউদ।
তিনি জানান, কাল অথবা পরশু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি একথা জানান।
তিনি আরও জানান, আগামীকাল বুধবার বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন।
পূর্ব নির্ধারিত সময় থেকে আধা ঘণ্টা পরে হতে যাচ্ছে এ সাক্ষাৎ। এই সাক্ষাতের পর হতে পারে তফসিল ঘোষণার রেকর্ডিং।
এর আগে, সোমবার নির্বাচন কমিশন থেকে রেকর্ডিং-এর জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারে চিঠি পাঠানো হয়।
এছাড়াও আব্দুর রহমান মাছউদ জানান, স্থগিতকৃত কোনো প্রতীক নির্বাচনের ব্যালটে থাকবে না।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]