
সুষ্ঠু নির্বাচনে রাজনৈতকি দলগুলোর সহযোগীতা দরকার। না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে জানিয়েন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি।
সিইসি বলেন, ‘নির্বাচনে খেলবেন রাজনৈতিক দলগুলো। আর নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় কমিশন। কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে। প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। কোনো দলই ছোট নয় কমিশনের কাছে।’
নির্বাচনী পোস্টারের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর ছেয়ে গেছে পোস্টারে। নিজেরাই পোস্টার সরিয়ে ফেললে এটাই হবে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।’
বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে কমিশনের ঘাড়ে নানা চাপ রয়েছে বলেও মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে কমিশনের ওপর নানা ধরনের চাপ আসছে।
এ সময় অংশীজনদের কাছে আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতার আহ্বান জানান নাসির উদ্দিন। আর সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারকে মসিবত বলে মনে করছেন সিইসি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]