খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাওরের উন্নয়ন করতে হবে: পরিবেশ উপদেষ্টা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৯:২০
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাওরের উন্নয়ন করতে হবে: পরিবেশ উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার হাওরের উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেছে। তিনি মন্তব্য করেন, হাওর রক্ষা মানে দেশের সামগ্রিক পরিবেশ রক্ষা।


সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর পানি ভবনে ‘ইউকে-বাংলাদেশ কোলাবোরেশন অন ইকোলজি-বেইসড অ্যাডাপটেশন অ্যান্ড হাইড্রোমেট সার্ভিসেস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।


উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানান, সরকার ইতোমধ্যে জাতীয় হাওর মাস্টারপ্ল্যান চূড়ান্ত করেছে এবং হাওর ও জলাভূমি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে। এছাড়া, হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরকে অন্তর্ভুক্ত করে পানি আইনের আওতায় সুরক্ষা আদেশ প্রণয়ন করা হয়েছে।


তিনি উল্লেখ করেন, গেজেট প্রকাশের পর এই এলাকাগুলো জলবায়ু ও কৃষিবান্ধব ইকোসিস্টেম হিসেবে ব্যবস্থাপিত হবে। হাওরবাসীদের স্বাস্থ্যসেবার বঞ্চনার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন একটি নৌ-হাসপাতাল মডেল বিবেচনা করছে, যা বন্যা ও শুষ্ক মৌসুম-উভয় সময়েই চালু রাখা সম্ভব হবে।


তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় এই উদ্যোগটি বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান। উপদেষ্টা বলেন, ‘এনরিচ’ (ইএনআরআইসিএইচ) প্রকল্পের মাধ্যমে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা ও ফেনীতে বন্যা পূর্বাভাস ও আগাম সতর্কতা ব্যবস্থা আরও উন্নত করা হবে। যুক্তরাজ্য, রাইমস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।


তিনি যোগ করেন, এই সহযোগিতা আগামী ছয় মাসে বৃষ্টিপাত ও জলবিদ্যুৎ তথ্য আরও কার্যকর ভাবে ব্যবহার করার জন্য বিশ্লেষণী সক্ষমতা বাড়াবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এমেবেট মেনা, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. আইনুন নিশাতসহ অন্যান্য উচ্চপদস্থ প্রতিনিধিরা।


প্যানেল আলোচনায় বাংলাদেশের জাতীয় জলবায়ু নীতিতে প্রকৃতি-ভিত্তিক সমাধান ও স্থানীয়ভাবে নেতৃত্বাধীন অভিযোজন অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com