
টানা বৃষ্টির অজুহাতে একলাফে কাঁচা মরিচের দাম কেজিতে ৪০০ টাকা ছাড়াল। আগের ১৮০-২০০ টাকা থেকে বেড়েছে এই মূল্য। হঠাৎ দাম বৃদ্ধিতে নাভিশ্বাস ক্রেতাদের।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ানবাজার সবজি মার্কেটে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বাজার ভেদে প্রতিকেজি কাঁচামরিচের দাম সর্বনিম্ন ৪০০ থেকে ৪৪০ টাকা পর্যন্ত দাম উঠেছে খুচরা বাজারে। অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়েছে। পেঁয়াজ কেজিতে ২ টাকা বাড়ায় এখন ৭০ টাকা। আদা বেড়ে হয়েছে ১৬০-১৭০ টাকা, আলু ২২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিনিকেট চাল কেজি ৭০ থেকে ৭৮ টাকা, মোটা চাল ৫৫ থেকে বেড়ে ৬০ টাকা। টমেটো ১০ টাকা বাড়ায় কেজি ১১০ টাকা, বেগুন ১০০, পটল ৮০, করলা ৭০ টাকা। তবে রসুন ১৪০ টাকায় স্বাভাবিক রয়েছে। এদিকে ভোজ্যতেলের দাম লিটারে ১৮৮ টাকা।
বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় পণ্যের দাম বেড়েছে। অন্যদিকে ক্রেতারা অভিযোগ, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত লাভে পণ্য বিক্রি করছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]