দেশকে অস্থিতিশীল করতে বাইরে থেকে অস্ত্র আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩০
দেশকে অস্থিতিশীল করতে বাইরে থেকে অস্ত্র আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশকে অস্থিতিশীল করতে দেশের বাইরে থেকে অস্ত্র আসছে বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে।


সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রমনা থানার নিজস্ব ভবনের কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


খাগড়াছড়িতে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, এ ঘটনায় আপনি দুঃখপ্রকাশ করেছেন। সেখানকার পরিস্থিতি ধীরে ধীরে ঘোলাটের দিকে যাচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খাগড়াছড়িতে একটা মহল ঘোলাটে করার চেষ্টা করছে। দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে। এই উৎসব শান্তিপূর্ণভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটা মহল চেষ্টা করছে এই উৎসবটা যেন ভালোভাবে না হয়। একটা মহলই খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।


পার্শ্ববর্তী দেশ থেকে পাহাড়ে অস্ত্র-অর্থ যোগান দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা না ঘটাতে পারে এজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন, তিনি সার্বিক বিষয় দেখছেন।


তিনি আরও বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপরে থেকে ফায়ার (গুলি) করছে। এ হাতিয়ারগুলো (অস্ত্র) অনেক সময় বাইরে থেকে আসছে। আমি অবশ্য সেই দেশের নাম বলতে চাই না, তবে সাংবাদিক ভাই সেই দেশের নাম বলে দিয়েছেন। এটার প্রতিহত করতে হলে সবার সাহায্য-সহযোগিতা দরকার হবে।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সনাতন ধর্মের দুর্গাপূজা বানচাল করতে একটি মহল কাজ করে যাচ্ছে।’খাগড়াছড়িতে আটকে পড়া সকল পর্যটককে উদ্ধার করার কথাও বলেন উপদেষ্টা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com