
সঠিক সময়ে পেশাদারিত্বের সাথে কাজ করার মতো এই নির্বাচন কমিশনের শক্ত মেরুদণ্ড আছে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা মডেল
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইসি আনোয়ারুল বলেন, ‘এবারের নির্বাচন ইতিহাসের সেরা মডেল হবে। ইসির সকল কর্মকর্তা-কর্মচারী অন্যায় থেকে দূরে থাকবে, এটা আগে নিশ্চিত করতে হবে। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কমিশনের কোনো কর্মসূচির ব্যত্যয় ঘটেনি, আগামীতেও ঘটবে না। সঠিক সময়ে পেশাদারিত্বের সাথে কাজ করার মতো এই নির্বাচন কমিশনের শক্ত মেরুদণ্ড আছে।’
তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচন পক্ষপাতদুষ্ট করার কোনো সুযোগ থাকবে না। প্রান্তিক জনগোষ্ঠী এনআইডি জটিলতায় ভোগেন, এখানে প্রতারকরা সুযোগ নিচ্ছে, মাঠপর্যায়ে কর্মীদের সচেষ্ট থাকতে হবে। নির্বাচন বা এনআইডি নিয়ে সুপরিকল্পিত ভোগান্তি বা অসততা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, এতে কমিশনের সম্মানহানি হয়।’
ইলেকশনের খরচ বাড়ছেই, তাই খরচ কমানোর প্রতি মনোযোগ দিতে হবে বলে জানান ইসি আনোয়ারুল ইসলাম সরকার।
ইসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘নির্বাচনে সোশ্যাল মিডিয়া ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু বাংলাদেশের জন্য নয় গ্লোবাল চ্যালেঞ্জ, ব্যান্ডউইথ কমিয়ে এ সমস্যা সমাধান অসম্ভব। ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ বছর তারা ভোটার হতে পারবে।’
এদিকে আরেক নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভালো নির্বাচন না হওয়ায় জুলাই অভ্যুত্থান হয়েছে, তাই প্রহসনের নির্বাচন থেকে বের হতে সকল কর্মকর্তাকে প্রতিজ্ঞা করতে হবে। এবারের নির্বাচনে কমিশন কোনো ধরনের অযৌক্তিক আবদার বা চাপ দেবে না। কেউ স্বপ্রণোদিত হয়ে অপকর্মে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, বিগত দিনে কর্মকর্তাদের প্রভাবিত করায় নির্বাচন সুষ্ঠু হয়নি। নারীরা অধিকাংশ সময় পিছিয়ে থাকে, শুধু ভোটের দিনে সম্মান বারে, তবে এবারের নির্বাচনে বিশেষ গুরুত্ব পাবে নারী ভোটাররা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]