আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্য দেয়ার আহ্বান ডিএমপির
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১
আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্য দেয়ার আহ্বান ডিএমপির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকার ফ্ল্যাট, আবাসিক হোটেল ও বিভিন্ন ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী থাকলে বা অপতৎপরতা চালালে নগরবাসীর প্রতি তাদের আগাম তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


বুধবার (২৪ সেপ্টেম্বর)) বিকেলে রাজধানীর মিন্টোরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেসনস) এস এন মো. নজরুল ইসলাম।


তিনি বলেন, আমরা আগাম তথ্য পেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা কার্যকরভাবে মোকাবেলা করতে ও তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।


তিনি আরও বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে কোনো অপতৎপরতা রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এস এন নজরুল ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পরও তাদের অপতৎপরতা থেমে নেই। দেশ যখন স্বৈরাচারের থাবা থেকে স্থিতিশীল হয়ে যখন সরকার একটি সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অপতৎপরতা চালাচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com