অক্টোবরে রপ্তানি আয়ে ৫.৪১ শতাংশ প্রবৃদ্ধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০০:০৮
অক্টোবরে রপ্তানি আয়ে ৫.৪১ শতাংশ প্রবৃদ্ধি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশের রপ্তানি আয় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার মিলিয়ন মার্কিন ডলারে, যা সেপ্টেম্বর মাসের তুলনায় ৫.৪১ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৬ হাজার ১৩৭.০৩ মিলিয়ন ডলার। এই আয় গত অর্থবছরের একই সময়ের ১৫ হাজার ৭৮৬.৩২ মিলিয়ন ডলারের তুলনায় ২.২২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।


রপ্তানিতে তৈরি পোশাক খাত তার শীর্ষস্থান ধরে রেখেছে, যা অক্টোবর ২০২৫-এ একাই তিন হাজার ১৯.৯৪ মিলিয়ন ডলার আয় করেছে। এই আয়ের প্রধান উৎস হিসেবে নিটওয়্যার এবং ওভেন পোশাক এখনো অগ্রণী ভূমিকায় রয়েছে।


তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, ওষুধ, জাহাজ, চিংড়ি এবং হালকা প্রকৌশল পণ্যসহ অন্যান্য খাতও বাংলাদেশের সামগ্রিক রপ্তানি সাফল্যকে আরও শক্তিশালী করেছে। বাংলাদেশি পণ্যের প্রধান রপ্তানি গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের শীর্ষস্থান ধরে রেখেছে, যেখানে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৬.৮৯ শতাংশ এবং ২.৮২ শতাংশ।


একই সময়ে চীন, সৌদি আরব, কানাডা এবং স্পেনে বাংলাদেশের রপ্তানি যথাক্রমে ২৫ শতাংশ, ১৫.৩৭ শতাংশ, ১২.৩৬ শতাংশ এবং ১২.৬৪ শতাংশের মতো উল্লেখযোগ্য হারে বেড়েছে।


বছরওয়ারি রপ্তানি আয় সামান্য হ্রাস পেলেও, মাসওয়ারি ধারাবাহিক প্রবৃদ্ধি এবং প্রধান খাতগুলোর ইতিবাচক পারফরম্যান্স বিশ্ব বাজারে বাংলাদেশের রপ্তানি শিল্পের স্থিতিশীলতা ও প্রতিযোগিতা প্রমাণ করে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com