সোনার দামে ফের পরিবর্তন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ২১:৫৭
সোনার দামে ফের পরিবর্তন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চারদিনের ব্যবধানে আরও এক দফা কমেছে সোনার দাম। নতুন দফায় প্রতি ভরিতে আরও এক হাজার ৩৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


রোববার (২৬ অক্টোবর) দেশের বাজারের জন্য সোনার নতুন এ দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।


আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে নতুন এই দর।


বিজ্ঞপ্তিতে বাজুস উল্লেখ করেছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। এ অবস্থায় ২৬ অক্টোবর বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে দেশের বাজারে সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়।


নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সোমবার (২৭ অক্টোবর) থেকে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকায়।


এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


এর আগে, গত বুধবার (২২ অক্টোবর) সোনার দামে পরিবর্তন এনেছিল বাজুস। ওইদিন ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে এক লাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়েছিল সংস্থাটি। সে অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছিল এক লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছিল এক লাখ ৪২ হাজার ২০৯ টাকা।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে আজ পর্যন্ত দেশের সব জায়গায় এ দামেই বিক্রি হয়েছিল সোনা। এবার বাজুস নতুন দাম নির্ধারণ করায় আগামীকাল (২৭ অক্টোবর) থেকে আরও কম দামে সোনা কিনতে পারবেন দেশের মানুষ।


সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ৬৮ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৪৮ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ২০ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করেছিল বাজুস, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর ২৭ বার কমানো হয়েছিল।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com