
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে কানাডিয়ান গিল্ডেন কোম্পানির ৩টি কারখানার শ্রমিকরা।
সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত আশুলিয়ার পলাশবাড়ী এলাকার গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার বিডি লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।শ্রমিকরা বলছে, দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা এলাকায় শিল্প পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় মোতায়েন রয়েছেন।শ্রমিকদের আন্দোলনে যোগ দেন জামগড়ার গিল্ডেন গারমেন্টস লিমিটেড ও নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরাও।
সহকর্মীদের অভিযোগ, গর্ভবতী অবস্থায় এক নারী শ্রমিক তাজমিনা খাতুন অসুস্থ হলে তাঁকে ছুটি বা চিকিৎসা সহায়তা দেয়নি কর্তৃপক্ষ।পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে, সেখানে তার মৃত্যু হয়।
শ্রমিকরা জানায় , সাম্প্রতিক সময়ে নিয়োগপ্রাপ্ত বিদেশি কতিপয় কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে চলেছেন।দ্রুত সময়ের মধ্যে ১১দফ দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]