
বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ৩৮ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৪ অক্টোবর) একাধিক নিলামে ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে কিনেছে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে। এনিয়ে তিন মাসে নিলামে কেনা হলো ২ দশমিক ১২৬ বিলিয়ন ডলার।
জানা গেছে, মঙ্গলবার প্রতি ডলার ১২১ দশমিক ৮০ টাকা দরে কেনা হয়েছে। এ নিয়ে ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ২ হাজার ১২৬ মিলিয়ন ডলার কিনেছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংক বাংলাদেশি মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার লক্ষ্যে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মার্কিন ডলার কিনেছে।
বর্তমানে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনায়— রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরা সুবিধা পাচ্ছেন। আর বাংলাদেশ ব্যাংকও এ দুই সূচকের প্রবাহ ইতিবাচক রাখার জন্যই নিলামের মাধ্যেমে ডলার কিনছে। অন্যদিকে এ প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ-ও বাড়াচ্ছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]