৩৫ কোটি মূল্যের মাদকসহ অভিনেতা গ্রেফতার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৬:১০
৩৫ কোটি মূল্যের মাদকসহ অভিনেতা গ্রেফতার
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

চেন্নাই বিমানবন্দর থেকে কাস্টমস ও রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরইউ) যৌথ অভিযানে সাড়ে তিন কেজি কোকেনসহ এক বলিউড অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত কোকেনের আন্তর্জাতিক বাজার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ কোটি।


টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর ভোরে সিঙ্গাপুর থেকে আসার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিনেতাকে আটক করে কাস্টমসের বিমান গোয়েন্দা ইউনিট। পরে গ্রেফতার দেখানো হয় তাকে। গ্রেফতারকৃকত অভিনেতা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র সিনেমায় একটি চরিত্রে অভিনয় করেছিলেন।


অভিনেতার চেক-ইন করা লাগেজ পরীক্ষা করা হয় বিমানবন্দরে। এ সময় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলিউড অভিনেতার ট্রলির নকল তলায় লুকিয়ে রাখা সাদা পাউডারের পদার্থযুক্ত প্লাস্টিকের প্যাকেট দেখতে পান। পরে ফিল্ড ড্রাগ টেস্টে সেসব কোকেন বলে নিশ্চিত হওয়া যায়।


এ অবস্থায় অভিনেতাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে তিনি জানান― কম্বোডিয়া থেকে সিঙ্গাপুর হয়ে চেন্নাই এসেছেন তিনি। সূত্র জানিয়েছে, তিনি দাবি করেছেন যে, চেন্নাই বিমানবন্দরে একজন রিসিভারের কাছে প্যাকেটটি হস্তান্তর করতে অজ্ঞাত ব্যক্তিরা কম্বোডিয়ায় তাকে ট্রলিটি দিয়েছিলেন।


এদিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ধারণা করছেন, ওই অভিনেতা কোকেইনের প্যাকেটটি মুম্বাই বা দিল্লিতে নিতে চেয়েছিলেন। শহরগুলোয় এসব মাদকদ্রব্য স্বাধীনভাবে পরিচালনা করা হয়।


এছাড়া ডিআরইউ কর্মকর্তারা গ্রেফতারকৃত অভিনেতার মাদক সংশ্লিষ্টতা রয়েছে কিনা, সেদিকে নজর রাখছে। আর কাস্টমস কর্মকর্তারা তার ভ্রমণের রেকর্ড যাচাই করছে, দেখছে- এর আগেও কখনো মাদকদ্রব্য পাচার করেছেন কিনা ওই অভিনেতা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com