পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৪
পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘদিন ধরে শোবিজের বাইরে অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ব্যক্তিগত কারণে মিডিয়া থেকে দূরে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। কোনো অনুষ্ঠানেও দেখা মিলছে না তাঁর। পুরোদস্তুর সংসারী তিনি। বেশ বিরতির পর পর্দায় ফিরছেন। আগামী ১৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। এ তথ্য জানিয়েছেন সিনেমার নির্মাতা সাদেক সিদ্দিকী।


এ প্রসঙ্গে পপি বলেন, ‘সিনেমাটির শুটিং করেছি অনেক আগে। এখন এটি মুক্তি পাচ্ছে। ভালোই লাগছে। অনেক বছর পর নিজের কাজ নিয়ে দর্শকের সামনে আসতে চলেছি’।


সিনেমা মুক্তি বেশি দিন বাকি না থাকলেও পপিকে এখন পর্যন্ত সিনেমার কোনো প্রচার-প্রচারণায় দেখা যায়নি। সিনেমার প্রচারে পপি থাকবেন কিনা, সে বিষয়ে কিছু বলতে পারছেন না নির্মাতা।


পপি ২০১৯ সালে সর্বশেষ এফডিসিতে ‘সাহসী যোদ্ধা’ নামে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সিনেমাটি ২০২১ সালে ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়।


সিনেমা মুক্তি বিষয়ে সাদেক সিদ্দিকী বলেন, নানা জল্পনাকল্পনা শেষে ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি দিতে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে ১৭ অক্টোবর মুক্তি পাবে এটি। অনেক বছর তো দেরি করেছি। এবার আর মুক্তি তারিখ পেছানোর ইচ্ছা নেই। কিছুদিন পরই প্রচার-প্রচারণা শুরু করব।’


‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত। এতে পপিকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। ২০১৯ সালে সর্বশেষ পপি অভিনীত সিনেমা ‘দি ডিরেক্টর’ মুক্তি পায়। আড়ালে যাওয়ার আগে পপি ২০২০ সালের ২৩ অক্টোবর ‘ধোঁয়া’ নামে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। মার্চে কাজ শুরু হওয়ার কথা ছিল। এরপর হঠাৎ সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।


দীর্ঘ আড়ালের পর ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভিডিওবার্তার মাধ্যমে ভক্তদের সামনে আসেন পপি। তখন তিনি শুধু বলেছিলেন, ‘ভাগ্য থাকলে আবার ফিরব।’ পপি যখন আড়ালে ছিলেন, তখনই গুঞ্জন চলছিল বিয়ে করে সংসারী হয়েছেন তিনি।


রাজধানীর ধানমন্ডিতে বসবাস করছেন। স্বামীর সঙ্গে সন্তানসহ একটি ছবি ভাইরাল হয়ে যায়। চলতি বছরে ফেব্রুয়ারির শুরুতে পপির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ ওঠে। খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করেছিলেন তাঁর বোন ফিরোজা পারভীন। এর পরই স্বামী-সন্তানসহ প্রকাশ্যে আসেন পপি।


এদিকে নতুন সিনেমায় অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন পপি। সিনেমা প্রযোজনার কোনো ইচ্ছা নেই এই অভিনেত্রীর। গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমাতে ওমর সানীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় পপির।


অভিষেক সিনেমাতেই তিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। অনবদ্য অভিনয় ও গ্ল্যামারাস উপস্থিতি তাঁকে প্রথম সিনেমাতেই নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে। এ কারণে এর পরের পথচলাটা পপির জন্য কিছুটা হলেও সহজ হয়ে যায়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com