
সন্তান হওয়ার পরে বদলে গিয়েছে সিদ্ধার্থের জীবন। একদিকে চলছে ‘পরম সুন্দরী’ ছবির প্রচার। প্রচার শেষে বাড়ি ফিরেও ‘শান্তি’ নেই সিদ্ধার্থ মালহোত্রের। দুই চোখের পাতা নাকি এক করতে পারছেন না এই তারকা।
সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে এসেছিলেন নতুন বাবা। সেখানে এসেই বাবা হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। সিদ্ধার্থ বলেছেন, ‘আমার প্রতিদিনের কাজের রুটিন পুরো বদলে গিয়েছে। এই সকাল সকাল বাড়ি থেকেই আসছি। খাওয়াদাওয়া থেকে ঘুমের ধরন– সব তছনছ হয়ে গিয়েছে। এখন অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে। কিন্তু এই জেগে থাকার অভিজ্ঞতা অন্যরকম। ভোর তিনটা থেকে চারটার সময়ে খাওয়া দাওয়ার পর্ব চলছে।’
সিদ্ধার্থ আরও বলেন, ‘আমি এক সহ-অভিনেতার মতো অবস্থায় বাড়িতে আছি। যা যা ঘটছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছি।’ সন্তানের ন্যাপিও বদলাচ্ছেন অভিনেতা? হাসতে হাসতে তিনি বলেন, ‘হ্যাঁ, ন্যাপিও বদলাচ্ছি। ন্যাপি না পরালে যে ভয়ংকর কাণ্ড ঘটতে পারে, সেই অভিজ্ঞতাও হয়েছে আমার।’
১২ জুলাই মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিয়ারা। তারপর থেকে অনুরাগীদের নজর ছিল সোশ্যাল মিডিয়ায়। ১৫ জুলাই প্রকাশ্যে আসে, কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন কিয়ারা-সিদ্ধার্থ। ১৬ জুলাই তারকা দম্পতি নিজেরাই সুখবর দেন। সুখবর ভাগ করে নিয়ে লিখেছিলেন, ‘আমাদের শিশুকন্যা এসে গিয়েছে। দয়া করে কোনো ছবি নয়। শুধু আশীর্বাদ করুন।’
উল্লেখ্য, ২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে জুটি বেঁধেছিলেন সিদ ও কিয়ারা। তাদের একসঙ্গে দেখেই দর্শক বলেছিল, ‘এ যেন রাজযোটক’। এরপরে বাস্তবেও তারা জুটি বাঁধেন। তিন বছর সম্পর্কে থাকার পরে ২০২৩ সালে বিয়ে করেন তারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]