ভক্তদের সুখবর দিলেন মিথিলা
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১০:০২
ভক্তদের সুখবর দিলেন মিথিলা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভক্তদের সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। জানিয়েছেন সফলতার সাথে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন তিনি। তাই নামের সাথে ডক্টর উপাধি যোগ হচ্ছে অভিনেত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সে সুখবর দিয়েছেন তিনি।


সোমবার (২৫ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ সুখবর দেন মিথিলা। স্ট্যাটাসে দুটি ছবি আপলোড করেন।


যার একটিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে, জেনেভা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে আছেন। অন্যটিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর তৈরি করা থিসিসের বই। ছবি দুটির ক্যাপশনে মিথিলা লেখেন, জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলভাবে রক্ষা করতে পেরে আমি অত্যন্ত আবেগপ্রবণ এবং গর্বিত! এই মুহূর্তটি পাঁচ বছরের একটি যাত্রার সমাপ্তি যা তিক্ত-মিষ্টির চেয়ে কম ছিল না।


মিথিলা আরও লেখেন, আমার জন্য, ‘কম ভ্রমণের পথ’ বেছে নেয়ার অর্থ হল পূর্ণকালীন ক্যারিয়ার, মাঝে মাঝে অভিনয় উদ্যোগ এবং উল্লেখযোগ্য পারিবারিক দায়িত্বের সাথে তাল মিলিয়ে এই ডিগ্রি অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করা। মুহূর্তটি অভিজ্ঞতার স্থিতিস্থাপকতার চূড়ান্ত মাস্টারক্লাস, যা আমাকে প্রকৃত গভীরতা শেখায়, আমি কী সামলাতে পারি।


সবশেষে এ অভিনেত্রী লেখেন, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতার ঋণী, যাদের অটল সমর্থন এ যাত্রা চালিয়ে যাওয়ার জ্বালানি ছিল। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে এবং গর্বের সাথে আমার নামের সাথে ‘ডক্টর’ উপাধি যুক্ত করতে পারি- যেটি অর্জনের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com