
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সব অনুষদের এই ফলাফল একযোগে প্রকাশ করে।
এর আগে গত ১৫ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট এই তারিখে ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছিল, যা আজ বাস্তবায়িত হলো।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ জানুয়ারি ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তিযুদ্ধ শুরু হয়। এরপর ১০ জানুয়ারি আর্টস ও সোশ্যাল সায়েন্স এবং সর্বশেষ ১৭ জানুয়ারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই আজ ফলাফল ঘোষণা করা হলো।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এখন বিইউপির নির্ধারিত ওয়েবসাইট (https://admission.bup.edu.bd) ভিজিট করে তাদের ফলাফল সংগ্রহ করতে পারছেন। ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ভর্তি প্রক্রিয়া ও মৌখিক পরীক্ষার সময়সূচিও পর্যায়ক্রমে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]