৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৬৮ জন মনোনীত
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২৩:২৬
৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৬৮ জন মনোনীত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫–এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য ৬৬৮ প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) । মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়েছে, সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। মনোনীতদের রেজিস্ট্রেশন নম্বর কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


পিএসসি জানিয়েছে, মনোনীত প্রার্থীদের নিয়োগ চূড়ান্ত হবে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত সনদের সত্যতা যাচাই ও প্রাক–নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর। সরকার অনুমোদিত মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।


পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো প্রার্থী ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য, জাল সনদ বা ভুয়া নথি জমা দিলে তার মনোনয়ন বাতিল হবে এবং প্রয়োজনে ফৌজদারি মামলা করা হবে। এমনকি নিয়োগের পরও এ ধরনের তথ্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে।


কমিশন জানিয়েছে, মনোনয়ন পাওয়া মানেই চাকরি পাওয়ার নিশ্চয়তা নয়। নিয়োগের জন্য প্রযোজ্য সব বিধি–বিধান ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরই নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ দিতে পারবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল–ত্রুটি ধরা পড়লে তা সংশোধনের ক্ষমতা কমিশনের সংরক্ষিত রয়েছে।


ফলাফল দেখা যাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd-এ।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com